How to increase website rank
ওয়েবসাইট রেঙ্ক করানোর সহজ উপায়
ওয়েবসাইট তৈরি করেছেন আর্টিকেল লিখেছেন পাবলিশ করেছেন কিন্তু হচ্ছে না সার্চ করলে আপনার পোস্টটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এমন সময় আপনি কি করবেন,
ঠিক এই সময়ে আমরা আছি আপনার পাশে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের পোস্ট অথবা আপনার ওয়েবসাইটটি গুগলে রেঙ্ক করাবেন বিস্তারিত আমরা আপনাদের সাথে শেয়ার করবো।
আপনি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
১/ সর্বপ্রথমে আপনি যা করবেন।
Free Keyword Position Rank Checker Tool
আপনাকে একটি লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করতে হবে।
Google ads Keyword ideas Adwords.google.com
আপনি কিভাবে লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করবেন তা জানার জন্য আপনি নিচের ফটোর দিকে লক্ষ্য করুন,
কিওয়ার্ড খুঁজে বের করার পর আপনি যা করবেন।
২/ এই কী-ওয়ার্ড অনুসারে আপনাকে একটি পোষ্ট লিখতে হবে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে,
আপনি যদি বাংলাতে পোস্ট লিখতে চান তাহলে আপনি যে কি-ওয়ার্ড রিসার্চ করবেন সেই কী-ওয়ার্ডটি আপনাকে ইংরেজিতে দিতে হবে এর পাশাপাশি আপনি বাংলাতে কীবোর্ড ইউজ করতে পারেন,
এরপর আপনি যে পোস্ট লিখবেন সেই পোস্টটি সম্পূর্ণ বাংলায় লিখতে পারেন অথবা ইংরেজিতেও লিখতে পারেন তবে আপনি যখন পোস্ট লিখবেন পোস্ট এর মাঝে আপনাকে কম হলেও ১০ টি কিওয়ার্ড আসতে হবে আপনার পোস্ট রিলেটেড,
১০ টি কিওয়ার্ড কিভাবে লিখবেন তা যদি বুঝতে না পারেন তাহলে আপনি নিচের স্ক্রিনশট এর দিকে লক্ষ করুন,
তবে আপনি যখন এই কী-ওয়ার্ড অ্যাড করবেন তখন আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন যাহাতে আপনার কীওয়ার্ডগুলি স্পেন না হয় আপনি এমন ভাবে লিখবেন যাতে আপনার পোস্ট এর ক্যাটাগরিতে থাকে এবং কিছুটা ব্যতিক্রম করে বুঝিয়ে কীওয়ার্ডগুলি লিখবেন,
এবং আপনি যে কি-ওয়ার্ড ব্যবহার করবেন সেই কিওয়ার্ডগুলো ভুল্ড অথবা ইটালিক করে দেবেন যাতে করে সহজে আপনার পোস্ট ভিজিটর এর নজরে আসে,
How to rank website in Bangla article
১/ আপনি যে কি-ওয়ার্ড চয়েস করেছিলেন সেই কিওয়ার্ড দিয়ে পোস্ট এর টাইটেল লিখবেন এবং পাশাপাশি আরো কিছু কিওয়ার্ড এড করে দিবেন আপনার পোস্ট রিলেটেড
এবং সেই কী-ওয়ার্ড দিয়ে আপনি আপনার পোস্ট এর হেডিং দিবেন,
আপনি মোট তিনটা হেডিং ইউজ করবেন এবং প্রত্যেকটা হেডিং এর লাস্টে একটা এক্সট্রা কিওয়ার্ড অ্যাড করে দেবেন,
তারপর আপনি সাব হেডিং দিবেন যে সাব হেডিং দিবেন সেই সাব হেডিং কি এমন কিওয়ার্ড আপনাকে চুপ করতে হবে আপনার পোস্ট রিলেটেড কিওয়ার্ড যে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার পোস্ট আসবে এবং আপনার পোষ্ট আসার পর যাতে আপনার পোস্ট এ ভিজিট করে তেমনি কিছু কিওয়ার্ড আপনি করে নেবেন এবং আপনার সাব হেডিং এ ইউজ করেন,
How to rank website
৩/ search description,
সার্চ ডিসক্রিপশন আপনি আপনার পোস্ট এর টাইটেল এ যে কি-ওয়ার্ড টি দিয়েছেন সেই কিওয়ার্ড গুলো আপনার পোস্ট এর সার্চ ডিসক্রিপশন এ দিন এবং পাশাপাশি আরও কিছু কিওয়ার্ড এড করে দিবেন, ১৫০ ক্যারেক্টার অ্যাড করতে পারবেন।
৪/ যদি আপনি আপনার পোস্ট দ্রুত রেঙ্ক করাতে চান তাহলে আপনি আপনার পোস্ট এ তিনটি ফটো দিতে হবে এবং সেই ফটোতে টেগ ইউজ করতে হবে,
কিভাবে আপনি সেই ফটো কাস্টমাইজ করবেন আপনি নিচের স্ক্রীনশটএর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন।
আপনার পোস্ট এর টাইটেল এ যেসব কিওয়ার্ড ইউজ করেছেন সেই কিওয়ার্ড দিয়ে আপনার ফটো টেগ দিবেন,
এবং আপনি যে ফটো নিউজ করবেন সেই ফটোটি আপনার পোস্ট রিলেটেড হতে হবে অর্থাৎ আপনি যে পোস্ট লিখেছেন সেই পোস্ট অনুসারে আপনি আপনার ফটোটি তৈরি করবেন,
আপনি যখন সম্পূর্ণ পোস্ট কাস্টমাইজ করে ফেলবেন তারপর আপনি আপনার এই পোস্ট পাবলিশ করে নেবেন,
তবে পাবলিশ করার আগে আপনি সবকিছু ঠিকঠাক আছে কিনা তা আবার চেক করে নেবেন যদি মনে হয় আপনার কাস্টমাইজেশন অনেক ভালো হয়েছে তাহলে আপনার পোস্টটি পাবলিশ করে দিন।
৫/ এবার আপনি যা করবেন:
আপনার পোষ্ট পাবলিশ করার পর আপনার পোষ্ট একবার ভিজিট করে দেখুন ঠিকঠাক আছে কিনা যদি আপনার পোস্ট টিক টাক তাকে তাহলে আপনি এই পোস্ট এর লিংক কপি করুন।
How to rank my website in Google
৬/ Google Search Console:
এবার আপনি গুগল সার্চ কনসোল এ লগ ইন করুন,
কিভাবে আপনি গুগল সার্চ কনসোল এ লগইন করবেন যদি আপনার জানা না থাকে তাহলে নিচের দেওয়া স্ক্রিনশট এর দিকে লক্ষ্য করুন।
গুগল সার্চ কনসোল ওপেন করার পর আপনার পোস্ট এর লিঙ্ক পেস্ট করুন,
যদি আপনি বুঝতে না পারেন তাহলে এই স্ক্রিনশট এর দিকে লক্ষ্য করুন।
তারপর আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন URL is on Google লেখা আসবে।
এই পর্যন্ত আপনার কাজ শেষ তারপর আপনি দেখবেন অটোমেটিক আপনার ওয়েবসাইটের পোস্ট ছাড়ছে আসছে
এরপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় যদি আপনারা কোন কিছু না বুঝে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পার্সোনালি আপনাকে হেল্প করব আপনার ওয়েবসাইট রেঙ্ক করানোর জন্য
ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রইল এই শুভ কামনায় আপনার জন্য