learn english in bangla - ইংরেজি গ্রামার বই
ইংরেজি ভাষা শিক্ষা, ইংরেজি ভাষা শেখার সহজ উপায় Oxford Word Book & Spoken English এই বই এর সম্পূর্ণ পৃষ্ঠা পাবেন এবং আমরা আশাবাদী আপনি যদি এই বই সম্পূর্ণ পড়েন তাহলে আপনার ইংরেজি শেখার জন্য আর কোথাও যেতে হবে না আপনি পরিপূর্ণ ইংরেজি ভাষা শিখতে পারবেন এবং ইংরেজিতে আপনি যে কোন লোকের সাথে কথা বলতে পারবেন।
ইংলিশ টু বাংলা ডিকশনারী, এই বইটির সম্পূর্ণ পাঠ আপনারা পাবেন এই পোস্ট এর নিচে আপনি যদি পরিপূর্ণ ইংরেজি ভাষা শিখতে চান তাহলে আমাদের সবগুলো পোস্ট আপনাকে পড়তে হবে Oxford Bangla To English Dictionary
এই বই এর মধ্যে আছে ১০,০০০ + ওয়ার্ড
যদি আপনার কাছে ভালো লাগে আমাদের এই পোস্টগুলো তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না
বাংলা থেকে ইংরেজি অনুবাদ
এই কাপড় একটা কোটের জন্য যথেষ্ট হবে।
This cloth will do for a coat.
দিজ ক্লথ উইল ডু এ ফর কোট ।
দরজি সাহেব, আমার মাপ নিন।
Take my measurements please, Mr. tailor.
টেক মাই মেজারন্টেস প্লিজ মিস্টার টেলর।
ডাক্তার বাবুর ভাল পশার।
The doctor has a large practice.
দি ডকটর হ্যাজ এ লার্জ প্রাকটিস ।
এই টুপিটার ন্যায্য দাম নাও।
Charge a reasonable price for this cap.
চারজ এ রীজনেবল প্রাইস ফর দিস ক্যাপ ।
আমাকে সরু মুখওয়ালা জুতো দেখাও ।
Show me a shoe with a nariow toe.
শো মী এ সু উইথ এ ন্যারো টো।
আমাকে কয়েকটা ভাল বই দাও।
Give me some good books.
গিভ মী সাম গুড বুক্স ।
জিনিসটা ঠিক তো?
Is the stuff all right?
ইজ দি স্টাফ অল রাইট?
রংটা পাকা তো?
Is the colour fast?
ইজ দি কলার ফাস্ট?
বাজার এখান থেকে কত দূরে?
How far is the market from here?
হাউ ফার ইজ দি মার্কেট ফ্রম হিয়ার?
বেশ দূরে।
It is quite far.
ইট ইজ কোয়াইট ফার।
একই দোকান থেকে যদি সব জিনিস কিনতে চাও, তবে একটা
ডিপার্টমেন্টাল ষ্টোরে যাও।
If you wish to buy all your requirements under one roof, go to the departmental store.
ইফ ইউ উইশ টু বাই অল ইয়োর রিকোয়্যারমেন্টস আন্ডার ওয়ান রুফ, গো টু এ ডিপার্টমন্টোল স্টোর।
এই দোকানদার ভেজাল মাল বিক্রী করে।
This shopkeeper sells adulterated staff.
দিস শপকীপার সেলস এ্যাডলটারেটেড ষ্টাফ ।
আপনারা চেক নেন?
Do you accept cheques.
ডু ইউ এ্যাকসেপ্ট চেক্স?
এই দোকানদার লুকিয়ে আমদানীকৃত জিনিস বিক্রী করে।
This shopkeeper seils imported goods under the counter.
দিস শপকীপার সেলস ইমপোর্টেড গুডস আন্ডার দি কাউন্টার ।
বাংলা থেকে ইংরেজি অনুবাদ online
এটা মরচে ধরা।
It is rusted.
ইট ইজ রাসটেড ।
এটা ময়লা।
It is soiled.
ইট ইজ সয়েল্ড ।
এটা ছেঁড়া।
It is torn.
ইট ইজ টর্ন ।
একেবারে নতুন।
It is brand new.
ইট ইজ ব্রান্ড নিউ।
অধ্যায়ন
STUDY
স্টাডি
আমরা যেমন পরিশ্রম করবো তেমনি তার ফল পাবো।
As we labour, so shall we be rewarded.
এ্যজ উই লেবর, সো শ্যাল উই বী রিওয়ার্ডেড।
ইংরেজীর কোন কোন বই তুমি পড়েছ?
Which books in English have you read?
হুইচ বুকস্ ইন ইংলিশ হ্যাভ ইউ রিড?
আমি এত পরিশ্রান্ত যে ক্লাশ করতে পারব না।
I am too tired to attend classes.
আই এ্যাম টু টায়ারড টু এ্যাটেন্ড ক্লাসেস ।
ওর পরীক্ষা কবে থেকে আরম্ভ হবে?
When does her examination comence.
হোয়েন ডাজ হার এগজামিনেশন কমেনস?
আমি এ বছর বি, এ, পাশ করব।
I shall pass my B. A. this year.
আই শ্যাল পাস মাই বি, এ, দিস ইয়ার ।
আমি আজ কিছুই পড়তে পারিনি।
I couldn't study anything today.
আই কুড নট স্টাডি এনিথিং টুডে।
সে বি,এ, পরীক্ষায় পাশ করতে পারেনি।
He failed at the B. A examination comence.
হী ফেলড এ্যাট দি বি, এ, এগজামিনেশন কমেনস।
প্রশ্ন অত্যন্ত সহজ।
The question is very easy.
দি কোয়েশ্চেন ইজ ভেরি ঈজী ।
না নাজমা, না তার বোন নিয়মিত স্কুলে আসে।
Neither Nazma nor her sister comes to school regularly.
নাইদার নাজমা নর হার সিসটার কামস টু স্কুল রেগুলারলি ।
আমি নিশ্চয়ই পাশ হয়ে যাব।
I shall certainly get through.
আই শ্যাল সার্টেনলি গেট ধ্রু।
কাল রাত্রে আমি একটা মজার বই পড়েছি।
I read a very interesting book last night.
আই রিড এ ভেরি ইনটারেসটিং বুক লাসট নাইট ।
সে ইংরেজীতে দুর্বল।
He is weak in English.
হী ইজ উইক ইন ইংলিশ ।
ইংরেজি টু বাংলা
আজকাল ক্লাশ তাড়াতাড়ি শুরু হয়ে যায়।
Classes start early now-a-days.
ক্লাসেস স্টার্ট আর্লি নাউ-এ-ডেজ।
আমরা সম্পূর্ণ পাঠ্যক্রম পড়ে নিয়েছি।
We have completed our course of studies.
উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার কোর্স অফ স্টাডিজ।
হয় তাঁর কাছে ক্ষমা চাও, না হলে জরিমানা দাও।
You should either beg his pardon. or you should pay the fine.
শুড আইদার বেগ হিজ পারডন অর ইউ শুড পে দি ফাইন ।
সে কিছুই জানে না ।
He doesn't know anything.
হী ডাজনট নো এনিথিং।
সে বুধবার থেকে অনুপস্থিত।
She is absent since Wednesday.
শী ইজ এ্যাবসেন্ট সিনস ওয়েডনেসডে।
আমার কাজ শেষ করার সময় ছিল না।
I hadn't time to finish my work.
আই হ্যাডনট টাইম টু ফিনিশ মাই ওয়ার্ক।
এর অর্থ কি?
What does it mean?
হোয়াট ডাজ ইট মীন ।
সে মন দিয়ে পড়াশুনা করে।
She takes keen interest in her studies.
শী টেকস কীন ইনটারেষ্ট ইন হার স্টাডিজ।
ছাত্রেরা পরীক্ষার ফল কাল জানতে পারবে।
The sudents will know the result tomorrow.
দি স্টুডেন্টস উইল নো দি রেজাল্ট টুমোরো।
তুমি পরীক্ষয় উত্তীর্ণ হয়েছ।
You have passed the examination.
ইউ হ্যাভ পাসড দি এগজামিনেশন।
আমাকে পড়তে দিচ্ছ না কেন?
Why don't you allow me to read?
হোয়াই ডোন্ট ইউ এ্যালাও মী টু রীড?
তুমি পাস করলে তোমার পিতা-মাতা সুখী হবেন ।
Should you pass, your parents would be happy.
গুড ইউ পাস, ইয়োর পেরেনটস উড বী হ্যাপী ।
oxford english to bengali dictionary
আমি ইংরেজী বলতে পারি।
I know how to speak English.
আই নো হাউ টু স্পীক ইংলিশ ।
তুমি কোন কলেজে পড়?
In which college do you study?
ইন হুইচ কলেজ ডু ইউ স্টাডি?
তোমার পড়াশুনা কেমন চলছে?
How are you getting on with your studies?
হাউ আর ইউ গেটিং অন উইথ ইয়োর স্টাডিজ?
আমি দু'বছর এই কলেজে আছি।
I have been in this college for two years.
আই হ্যাভ বীন ইন দিস কলেজ ফর টু ইয়ারস।
আমি ১৯৭৫ সাল থেকে এই কলেজে আছি।
I have been in this college since 1975.
আই হ্যাভ বীন ইন দিস কলেজ সিনস নাইনটিন সেভেন্টি ফাইভ।
তোমার স্কুলটা ভাল।
Your school is good.
ইয়োর স্কুল ইজ গুড।
সে ইংরেজীতে পাকা।
He is strong in English.
হি ইজ স্ট্রং ইন ইংলিশ ।
সে এ'বছর পরীক্ষায় বসছে না।
He is droping out of the examination this year.
হী ইজ ড্রপিং আউট অফ দি এগজামিনেশন দিস ইয়ার।
সে খেলাধূলায় খুব ভাল।
He is very good at games.
হী ইজ ভেরি গুড এ্যাট গেমস ।
তোমার হাতের লেখা ভাল নয়।
You do not write a good hand.
ইউ ডু নট রাইট এ গুড হ্যান্ড ।
বইটা আপাততঃ তোমার কাছেই থাক।
Keep the book with you for the present.
কীপ দি বুক উইথ ইউ ফর দি প্রেজেন্ট ।
সে প্রায়ই স্কুল থেকে পালিয়ে যায়।
He often plays truant from school.
হী অফেন প্লেজ ট্রয়ানট ফ্রম স্কুল ।
কি দেখছ?
What are you looking at?
হোয়াট আর ইউ লুকিং এ্যাট?
তোমার প্রধান শিক্ষকের ওপর কোনই জোর নেই?
Have you no influence with the headmaster?
হ্যাভ ইউ নো ইনফ্লুয়েন্স উইথ দি হেড মাস্টার?
আমাদের স্কুলে কাল থেকে ছুটি আরম্ভ হবে।
Our school will remain closed for vacation from tomorrow.
আওয়ার স্কুল উইল রিমেন ক্লোজড ফর ভেকেশন ফ্রম টুমরো ।
বালকগণ, সময় হয়ে গেছে। উত্তরপত্র দিয়ে দাও।
Boys, time is up, hand over your papers.
বয়েজ, টাইম ইজ আপ, হ্যান্ড ওভার ইয়োর পেপার্স ।
নতুন টাইম টেবিল ১লা মে থেকে শুরু হবে।
The new time table will come into force from 1st May.
দি নিউ টাইম টেবল উইল কাম ইন্টু ফোর্স ফ্রম ফার্স্ট মে।
কেন বকবক করছো চুপ কর।
Why do you chatter? Hold your tongue.
হোয়াই ডু ইউ চ্যাটার? হোল্ড ইয়োর টাং।
bangla to english dictionary free book
আমার কাছে অতিরিক্ত পেনসিল নেই।
I have no spare pencil.
আই হ্যাভ নো স্পেয়ার পেনসিল।
আমাদের মধ্যে কথা-বর্তা বন্ধ।
We are not on speaking terms.
উই আর নট অন স্পীকিং টার্মস।
আমাদের যাতায়াত নেই।
We are not on visiting terms.
উই আর নট অন ভিজিটিং টার্মস
এই ছাত্রটি দশম শ্রেণীতে পড়ার উপযুক্ত।
This boy will not be able to get on in the tenth.
দিস বয় উইল নট বী এবল টু গেট অন ইন দি টেনথ ।
বকবক করো না।
Don't chatter.
ডোনট চ্যাটার।
ক্লাশে উপস্থিতি ডাকা হয়ে গেছে।
Has the roll been called?
হ্যাজ দি রোল বীন কলড।
আমি অঙ্ককেই ভয় করি।
Mathematics is my bugbear.
ম্যাথমেটিকস ইজ মাই বাগবিয়ার ।
সব প্রয়াসই বিফল হ'ন।
All efforts failed.
অলএফর্টস ফেলড।
সুমন ক্লাশের সবচেয়ে বুদ্ধিমান ছাত্র।
Sumon is the topmost boy of his class.
সুমন ইজদি টপমোষ্ট বয় অফ হিজ ক্লাস ।
সে আমার চেয়ে এক বছর পিছনে আছে।
He is junior to me by one year.
হী ইজ জুনিয়র টু মী বাই ওয়ান ইয়ার ।
ভাল ছেলে ক্লাশের মুখ উজ্জ্বল করে।
A good boy brings credit to his class.
এ গুড বয় ব্রিংস ক্রেডিট টু হিজ ক্লাস ।
অঙ্কে সে আমার থেকে ভাল।
He is ahead of me in Mathematics.
হী ইজ এ্যাহেড অফ মী ইন ম্যাথমেটিকস ।
এই প্রশ্নপত্র কে তৈরী করেছেন?
Who has set this paper?
হু হ্যাজ সেট দিস পেপার?
স্কুলে যাবার সময় হয়ে গেছে।
It is time for school.
ইট ইজ টাইম ফর স্কুল ।
ছেলেটা স্কুলে আসেনি।
The boy did not come to school.
দি বয় ডিড নট কাম টু স্কুল ।
বালকটি কবিতা আবৃত্তি করল।
The boy recited a poem.
দি বয় রিসাইটেড এ পোয়েম ।
তোমার কাছে একটা অতিরিক্ত খাতা হবে?
Have you a spare exercise book with you.
হ্যাভ ইউ এ স্পেয়ার একসারসাইজ বুক উইথ ইউ?
প্রধান শিক্ষক মহোদয় আমার জরিমানা মওকুফ করে দিলেন।
The headmaster waived my fine.
দি হেডমাষ্টার ওয়েভড মাই ফাইন ।
সে ইংরেজীতে বিশেষ যোগ্যতা প্রাপ্ত।
He got distinction in English.
হী গট ডিসটিংশন ইন ইংলিশ ।
learn english in best way
তুমি কলা না বিজ্ঞান নিয়েছ?
Have you taken up arts or science.
হ্যাভ ইউ টেকন আপ আর্টস অর সাইন্স ।
আমি পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, ও জীববিজ্ঞান নিয়েছি।
I have taken Physics, chemistry and biology.
আই হ্যাভ টেকন ফীজিকস, কেমেস্ট্রি এন্ড বায়োলজি।
এখানে মেয়েদের কি গৃহবিজ্ঞান পড়ানো হয়।
Do they also teach girls domestic science here?
ডু দে অলসো টীচ গার্লস ডোমেসটিক সাইনস হিয়ার ।
এই কথাটা ইংরেজীতে কেমন করে বলবে?
How do you say this in English?
হাও ডু ইউ সে দিস ইন ইংলিশ?
স্বাস্থ্য
HEALTH
[হেলথ ]
কাল রাত্রে আমার জ্বর হয়েছিল।
Last night I had an attacked of fever.
লাস্ট নাইট আই হ্যাড এ্যান এ্যাটাকড অফ ফিভার।
ডাক্তার সাহেব, আমি কি ভাত খেতে পারি?
May I take rice, Doctor.
মে আই টেক রাইস, ডক্টর?
জ্বর ছাড়ার পর তিনবার কুইনাইন নিও।
Take quinine three times after the fever is down.
টেক কুইনাইন থ্রী টাইমস আফটার দি ফিভার ইজ ডাউন।
আমার স্বাস্থ্যের জন্য চিন্তা হচ্ছে।
I am worried about my health.
আই এ্যাম ওয়ারিড এ্যাবাউট মাই হেল্থ ।
সে গাঢ় ঘুমে অচেতন।
He is fast asleep.
হী ইজ ফাসট এ্যাম্লীপ।
তিনি চক্ষুরোগ বিশেষজ্ঞ ।
He is an eye specialist.
হী ইজ এ্যান আই স্পেশালিস্ট।
তার স্বাস্থ্য ভাল যাচ্ছে না।
He does not keep good health.
হী ডাজ নট কীপ গুড হেল্থ ।
আমার পায়ের বড়ো আঙ্গুলে চোট লেগেছে।
I hurt my big toe.
আই হার্ট মাই বিগ টো।
আমার পায়ে ফোস্কা পড়েছে।
I am feeling fot-sore.
আই এ্যাম ফেলিং ফট-সোর।
তাঁর সব কটা দাঁতই মজবুত আছে।
All his teeth are intact.
অল হিজ টীথ আর ইনট্যাকট।
তাঁর স্মরণশক্তি তীক্ষ্ণ ।
He has a wonderful memory.
হী হ্যাজ এ ওয়ানডারফুল মেমরী ।
তার এক চোখ কানা।
He is blind of one eye.
হী ইজ ব্লাইন্ড অফ্ ওয়ান আই ৷
সে একপায়ে খোঁড়া।
He is lame in one leg.
হী ইজ লেম ইন ওয়ান লেগ ৷
আমি প্রায়ই কোষ্ঠবদ্ধতায় ভুগি।
Usually I have constipation.
ইউজুয়ালী আই হ্যাভ কনসটিপেশন ।
আমার পেট খারাপ হয়েছে।
My stomach is upset.
মাই স্টম্যাক ইজ আপসেট ।
আমার মাথা হালকা করে টিপে দাও ৷
Press my head gently.
প্রেস মাই, হেড জেনটলি ।
এতে আমার আরাম লাগে।
It gives me some relief.
ইট গিভস মী সাম রিলিফ ।
তাঁর চোখ উঠেছে ও চোখ দিয়ে পানি গড়াচ্ছে।
His eyes are sore and running.
হিজ আইজ আর সোর এ্যান্ড রানিং ।
তার সারা শরীরের ফোড়া হয়েছে।
His body is covered all over with boils.
হিজ বডি ইজ কভারড অল ওভার ইথ বয়েলস্ ।
আজকাল শহরে সর্দি-কাশির প্রকোপ বেড়েছে।
Now-a-day cough and cold have spread in the city.
নাও-এ-ডেজ কাফ এ্যান্ড কোল্ড হ্যাভ স্প্রেড ইন দি সিটি ।
ব্যায়াম অসুস্থতায় মহৌষধি।
Exercise is a panacia for all physical ailments.
একসারসাইজ ইজ এ প্যানাসিয়া ফর অল ফিজিক্যাল এলমেন্টস।
english to bangla dictionary for laptop
তোমার ভাই কার চিকিৎসা করাচ্ছে?
Under whose treatment is your brother?
আনডার হুজ ট্রিটমেন্ট ইজ ইয়োর ব্রাদার?
আমি ছুটিতে ঢাকা যাচ্ছি।
I am going to Dhaka on a holiday.
আই এ্যাম গোয়িং টু ঢাকা অন এ হলিডে ।
ম্যালেরিয়ায় কুইনাইন অব্যর্থ।
Quintine is a sure remedy on malaria.
কুইনাইন ইজ এ শিওর রেমেডি অন ম্যালেরিয়া ।
আমার জ্বর-জ্বর ভাব হয়েছে।
I am felling feverish.
আই এ্যাম ফীলিং ফিভারিশ।
ডাক্তার দেখাও।
Consult a doctor.
কনসালট এ ডকটর ।
এ জ্বর তার বহুদিনের।
He has chronic fever.
হী হ্যাজ ক্রনিক ফিভার ৷
তার জ্বর ছেড়ে গেছে।
His fever is down.
হিজ ফিভার ইজ ডাউন ।
মহিলাটির অসুখ সেরে গিয়েছিল।
The lady was cured of her illness.
দি লেডি ওয়াজ কিয়োরড অফ হার ইলনেস।
রোগীর অবস্থা এখন আর বিপজ্জনক নয়।
Now the patient is out of danger.
নাউ দি পেশেন্ট ইজ আউট অব ডেনজার ।
তার আঘাত গুরুতর।
He is badly hurt.
হী ইজ ব্যাডলি হার্ট।
আপনার আরও ব্যায়াম করা উচিত।
You ought to take more exercise.
ইউ অট টু টেক মোর এক্সারসাইজ।
বেশী খাটুনিতে তাঁর স্বাস্থ্যহানি হয়েছে।
Overwork told upon his health.
ওভারওয়ার্ক টোল্ড আপন হিজ হেলথ ।
সে বদজমে ভুগছে।
He is suffering from indiestion.
হী ইজ সাফারিং ফ্রম ইনডিজেশন ।
online bangla dictionary
মশা অতিষ্ঠ করে তুলেছে।
Mosquitoes have become intolerable nuiance.
মসকিটোজ হ্যাভ বিকাম ইনটলারেবেল নুইসন্স ।
চিন্তার কোন কারণ নেই।
There is no cause for worry.
দেয়ার ইজ নো কজ ফর ওয়রি।
তিনি হৃদরোগে পীড়িত।
He has heart trouble.
হী হ্যাজ হার্ট ট্রাবল ।
কুইনাইন তেতো; কিন্তু জ্বরে অব্যর্থ ওষুধ।
guinine is very bitter, but it is a sure remedy in fever.
কুইনাইন ইজ ভেরি বিটার বাট ইট ইজ এ শিওর রেমেডি ইন ফিভার।
আজকাল খুব জ্বর হচ্ছে আর ডাক্তাররাও খুব পয়সা করছেন।
Now-a- days fever is raging in the city and doctors are minting money.
নাও-এ-ডেজ ফিভার ইজ রেজিং ইন দি সিটি এ্যান্ড ডকটরস আর মিনটিং মানি ।
তুমি থার্মোমিটার দেখতে জানো?
Can you read a thermometer?
ক্যান ইউ রীড এ থারমোমিটার?
শহরে জ্বর ও বসন্তের প্রকোপ খুব বেড়ে গেছে।
Small pox and fever are working havoc in the city.
স্মল পক্স এ্যান্ড ফিভার আর ওয়াকিং হ্যাভক ইন্ দি সিটি ।
আপনার ভায়ের কবে থেকে জ্বর হয়েছে?
How long has your brother been down with fever?
হাউ লং হ্যাজ ইয়োর ব্রাদার বীন ডাউন উইথ ফিভার?