Oxford bangla to english dictionary free / ইংলিশ টু বাংলা ডিকশনারি

Oxford bangla to english dictionary free / ইংলিশ টু বাংলা ডিকশনারি


ইংরেজি ভাষা শিক্ষা, ইংরেজি ভাষা শেখার সহজ উপায় Oxford Word Book & Spoken English এই বই এর সম্পূর্ণ পৃষ্ঠা পাবেন এবং আমরা আশাবাদী আপনি যদি এই বই সম্পূর্ণ পড়েন তাহলে আপনার ইংরেজি শেখার জন্য আর কোথাও যেতে হবে না আপনি পরিপূর্ণ ইংরেজি ভাষা শিখতে পারবেন এবং ইংরেজিতে আপনি যে কোন লোকের সাথে কথা বলতে পারবেন।

Oxford bangla to english dictionary free  ইংলিশ টু বাংলা ডিকশনারি

Oxford bangla to english dictionary free এই বইটির সম্পূর্ণ পাঠ আপনারা পাবেন এই পোস্ট এর নিচে আপনি যদি পরিপূর্ণ ইংরেজি ভাষা শিখতে চান তাহলে আমাদের সবগুলো পোস্ট আপনাকে পড়তে হবে Oxford Bangla To English Dictionary

এই বই এর মধ্যে আছে ১০,০০০ + ওয়ার্ড 

যদি আপনার কাছে ভালো লাগে আমাদের এই পোস্টগুলো তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না

Oxford bangla to english dictionary

আমাকে জানাতে ভুলো না।
Do not fail to inform me.
জুতোর ফিতা শক্ত করে বাঁধো।

Lace your shoes tightly.
লেস ইয়োর সুজ টাইলি ।

স্বাস্থ্যের অবহেলা করে পড়াশুনা করার দরকার নেই।
Do not study at the cost of your health.
ডু নট স্টাডি এ্যাট দি কস্ট অফ ইয়োর হেলথ ।

বিস্তারিত চিঠি লেখ।
Write a detailed letter.
রাইট এ ডিটেলড লেটার।

ভবিষ্যতে এরকম আর করো না।
Do not do so in future.
ডু নট ভু সো ইন ফিউচার।

তুমি নিজেই এই চিঠিটা ডাকে দাও।
Post this letter yourself.
পোস্ট দিস লেটার ইয়োর সেলফ ।

সময়ানুবর্তী হও।
Be punctual.
বী পাঙ্কয়াল ।

কথা এড়িয়ে যেয়ো না ।
Do no beat about the bush.
ডু নট বীট এ্যাবাউট দি বুশ ।

ফুল তুলো না।
Do not pluck the flowers.
ডু নট প্লাক দি ফ্লাওয়ার্স।

বদ অভ্যাস ত্যাগ করো।
Give up bad habits.
গিভ আপ ব্যাড হ্যাবিটস।

ভাল করে চিবিয়ে খাও।
Chew you food well.
চিউ ইয়োর ফুড রেল।

দাঁত মাজ।
Brush your teeth.
ব্রাশ ইয়োর টীপ।

বক্‌বক্ করো না।
Don't chatter.
ডোন্ট চ্যাটার।

সবকিছু যথাস্থানে রাখো।
Put everythings in order.
পুট এভরিথিংস ইন অর্ডার।

কালি দিয়ে লিখ।
Write in ink.
রাইট ইন ইঙ্ক।

বোকামী করো না।
Do not be silly.
ডু নট বি সিপী ।

ইংরেজি গ্রামার শিক্ষা

অতিথিদের মনোরঞ্জন করো।
Entertain the guests,
এনটারটেন দি গেটস।

নিজের কাজ দেখো।
Mind your own business.
মাইন্ড ইয়োর ওন বিজনেস।

দু'হাত দিয়ে ধরে থাক।
Hold on with both hands.
হোল্ড অন উইথ বোথ হ্যান্ডস ।

দেশের জন্য সর্বস্ব অর্পণ করো।
Lay down your life in the service of the motherland.
লে ডাউন ইয়োর লাইফ ইন দি সার্ভিস অফ দি মাদারল্যাণ্ড ।

কাজে বাধা দিও না।
Do not hold up the work.
ডু নট হোল্ড আপ দি ওয়ার্ক।

বদ-অভ্যাসের বিরুদ্ধে সতর্ক থেকো।
Be carful against bad habits.
বী কেয়ারফুল এগেনস্ট ব্যাড হ্যাবিটস।

ঐ গাছটার কাছে যেয়ো না।
Don't approach that tree.
ডোন্ট এপ্রোচ দ্যাট ট্রী ।

এই মনোহরী গল্পটি নিশ্চয়ই পড়বে।
Do read this interesting story.
ডু রীড দিস ইনটারেসটিং স্টোরী।

উৎসাহিত করা
ENCOURAGEMENT
(এনকারেজমেন্ট)

নিশ্চিন্তে থাকুন।
Rest assured.
রেস্ট এশিউরড।

চিন্তা ছাড়।
Stop worrying.
স্টপ ওয়রিং।

পুরুষ মানুষকে শিশুর মত কাঁদা শোভা পায় না।
It is not manly to cry like a baby.
ইট ইজ নট ম্যানলি টু ক্রাই লাইক এ বেবী ।

তুমি কিসের জন্য উদ্বিগ্ন।
What are you anxious about?
হোয়াট আর ইউ এ্যাঙ্কশাস এ্যাবাউট?

ভয়ের কোন কারণ নেই।
There is nothing to fear.
দেয়ার ইজ নাথিং টু ফীয়ার ।

আমার জন্য চিন্তা করো না।
Don't worry about me.
ডোন্ট ওয়রি এ্যাবাউট মী ।

ভয় পেয়ো না।
Don't be afraid.
ডোন্ট বী এ্যাফ্রেড।

ইতস্ততঃ করো না ।
Don't hesitate.
ডোন্ট হেজিটেট।

চিন্তার কোন কারণ নেই।
There is no need to worry.
দেয়ার ইজ নো নীড টু ওয়রি ।

আমি এর পরোয়া করি না।
I don't care for this.
আই ডোন্ট কেয়ার ফর দিস।

কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করতে পার।
You can ask me if there is any difficuly.
ইউ ক্যান আসক মী ইফ দেয়ার ইজ এনি ডিফিকালটি ।

যা দরকার নাও।
Take whatever you need.
টেক হোয়াট এভার ইউ নীড ।

তুমি অনর্থক উদ্বিগ্ন হচ্ছ।
You are unnecessarily worreld.
ইউ আর আননেসেসারিলী ওয়ারীড।

আমি আপনার জন্য গর্বিত।
I am proud of you.
আই এ্যাম প্রাউড অফ ইউ ।

সংকোচ করবে না ।
Don't hesitate.
ডোন্ট হ্যাজিটেট।

তাতে কি হয়েছে?
It doesn't matter?
ইট ডাজনট ম্যাটার।

থাবড়াবে না।
Don't get nervous.
ডোন্ট গেট নারভাস।

চিন্তা করো না ।
Don't worry.
ডোন্ট ওয়ারি।

 সান্ত্বনা
CONSOLATION
কনসোলেনশন

ইংরেজি ভাষা শেখার সহজ উপায় Oxford Word Book

বড়ই দুঃখের ব্যাপার ।
It's a pity.
ইটস এ পিটি ।

ওকে সান্ত্বনা দাও।
Console him.
কনসোল হিম।

পৃথিবীর এটাই নিয়ম।
Such indeed are the ways of the world.
সাচ ইনডীড আর দি ওয়েজ অফ দি ওয়ার্ল্ড।

ভাগ্যের বিরুদ্ধে কে দাঁড়াবে ভাই।
My brother who can stand against fate!
মাই ব্রাদার, হু ক্যান স্ট্যান্ড এগেনস্ট ফেট ।

আল্লাহ্র এই অভিপ্রেত ছিল।
It was inexorable.
ইট ওয়াজ ইন এগজোরেবল।

যে দুঃখের লাঘব নাই, তা সহ্য করাই শ্রেয়।
What cannot be cured must be endured.
হোয়াট ক্যানট বী কিয়োরড মাস্ট বী এনডিএরড।

আল্লাহতে বিশ্বাস রাখ, দুঃখের দিনের অবসান নিশ্চয়ই হবে।
Put your trust in Allah, misfortune will pass.
পুট ইয়োর ট্রাস্ট ইন গড়, মিসফরচুন উইল পাস ।

আল্লাহ্ তোমায় এই নিদারুণ আঘাত সহ্য করার শক্তি দিন।
We may God give you strength to bear this terrible blow.
মে গড গিভ ইউ স্ট্রে টু বেয়ার দিস টেরিবল ব্লো।

আমরা অত্যন্ত দুঃখিত ।
We are deeply grieved.
ইউ আর ডীপললী গ্রীভড।

আমাদের সহানুভূতি গ্রহণ কর।
We sympathis with you.
ইউ সিমপ্যাথিজ ইউথ ইউ।

আমাদের সমবেদনা প্রকাশ করছি।
We offer our condolences.
উই অফার আওয়ার কনডোলেনসেস।

তাঁর পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যাথিত।
We are deeply pained at the death of her father.
উই আর ডীপলী পেনড এ্যাট দি ডেথ অফ হার ফাদার।

বিরক্তি
ANNOYANCE
(এ্যানয়েন্স)

এখনও তুমি কেন কাজটা আরম্ভ করনি?
Why have you not begin the work yet?
হোয়াই হ্যাভ ইউ নট বিগান দি ওয়ার্ক ইয়েট ।

বাংলা থেকে ইংরেজি অভিধান

আপনি কথার মধ্যে কেন কথা বলেন?
Why do yo cut my short.
হোয়াই ডু ইউ কাট মাই শর্ট?

আপনি আমার দিকে চেয়ে আছেন কেন?
Why do you stare at me?
হোয়াই ডু ইট স্টেয়ার এ্যাট মী?

আপনি মিথ্যে রেগে যাচ্ছেন।
You are angry for nothing.
ইউ আর এ্যাঙ্গরী ফর নাথিং ।

সারা পাড়াটা তোমায় ছিঃ ছিঃ করবে।
You will degrade youself in the eyes of the whole locality.
ইউ উইল ডিগ্রেড ইয়োরসেলফ ইন দি আইজ অফ দি হোল লোকালিটি ।

তুমি বৃথা সময় নষ্ট কর।
You simply waste your time.
ইউ সিম্পলি ওয়েস্ট ইয়োর টাইম ।

কে দায়ী।
Who is to blame.
হু ইজ টু ব্লেইম ।

ক্রুদ্ধ হবেন না ।
Don't be angry.
ডোন্ট বী এ্যাঙ্গরি ।

আমি কি আপনাকে ব্যথা দিয়েছি?
Have I hurt you.
হ্যাভ আই হার্ট ইউ।

কি লজ্জা।
What a shame!
হোয়াট এ শেম ।

আমি বিশ্বাস করতেই পারিনি যে তুমি সৎ নও।
I could not believe that you are not an honest person.
আই কুড নট বিলীভ দ্যাট ইউ আর নট এ্যান অনেস্ট পারসন ।

আমি কাকে বিশ্বাস করি?
Whom should I trust.
হোম শুড আই ট্রাস্ট।

এটা আমার ভুল ছিলো না।
It was not my fault.
ইট ওয়াজ নট মাই ফল্ট

সত্যই এটা ভুল করে হয়েছে।
Really it was by mistake.
রিয়েলী ইট ওয়াজ বাই মিসটেক ।

সে জ্বালাতন করে ছাড়ল।
He is thorough nuisance.
হী ইজ এ থরো ন্যুইসেনস ।

সে গালগল্প করে সময় নষ্ট করে।
He wastes his time in gossip.
হী ওয়েসটস হিজ টাইম ইন গসিপ ।

সে আমায় ডুবিয়েছে।
He has let me down.
হী হ্যাজ লেট মী ডাউন।

সে আমার বিরক্তি উৎপাদন করে।
He iritates me.
হী ইরিটেটস মী।

সে কথা দিয়ে কথা রাখে না।
He is not man of his words.
ইজ নট এ ম্যান অফ হিজ ওয়ার্ডস।

সে আমাকে ঠকিয়েছে।
He has cheated me.
হী হ্যাজ চিটেড মী।

আমায় রাগিও না।
Don't let me loose my temper.
ডোন্ট লেট মী লুজ মাই টেম্পার।

সে মূর্খ।
He is a duffer.
হি ইজ এ ডাফার ।

তুমি অনর্থক ক্রোধান্বিত হচ্ছ।
You are getting besides yourself it with anger for nothing.
উই আর গেটিং বিসাইডস ইওরসেলফ ইট উইথ এ্যঙ্গার ফর নাথিং ।

স্নেহ-প্রশংসা 
AFFECTION
এ্যাফেকশন

তুমি খুব সাহসের কাজ করেছ।
That was very brave of you.
দ্যাট ওয়াজ ভেরী ব্রেভ অফ ইউ ।

সাবাশ!
Bravo / Well done / Good show.
ব্রাভো/ ওয়েল ডান/ গুড শো ।

বাঃ, বেশ!
That's wonderful!
দ্যাটস ওয়ান্ডারফুল!

তোমার কাজ প্রশংসাযোগ্য।
Your work is praiseworthy.
ইয়োর ওয়ার্ক ইজ প্রেজওর্দি।

আপনি দয়ালু।
You are so nice / You are awfully nice.
ইউ আর সো নাইস / ইউ আর অফুলী নাইস ।

oxford bangla to english dictionary pdf

আপনি সত্যিই আমায় খুব সাহায্য করেছেন।
My dear man, you have been a great help.
মাই ডিয়ার ম্যান, ইউ হ্যাভ বীন এ গ্রেট হেল্প।

নিষেধ
NEGATION
নেগেশন

আমি আপনার বক্তব্য মানতে পারছি না।
I can't accept what you say.
আই কান্ট এ্যাকসেপট হোয়াট ইউ সে।

আমি এ বিষয়ে কিছুই জানি না।
I know nothing in this connection.
আই নো নাথিং ইন দিস কানেকশান।

এ রকম দুষ্টামি আর করো না।
Don't do such a mischief again.
ডোন্ট ডু সাচ এ মিসচিফ এগেন।

তা নয় ।
It is not so
ইট ইজ নট সো ।

সে ছুটি পায়নি।
He could not get leave.
হী কুট নট গেট লীভ।

আমার কোন অভিযোগ নেই।
I have no complaint.
আই হ্যাভ নো কমপ্লেইন্ট ।
 
এটা হতেই পারে না ।
It can't be so
ইট কান্ট বী সো ।

না, আমি যেতে পারি না ।
No, I couldn't go.
নো, আই কুডনট গো।

আমি জানি না।
I don't know.
আই ডোন্ট নো ।

আমি কিছুই চাই না ।
I want nothing.
আই ওয়ান্ট নাথিং।

কিছু না। 
Nothing.
নাথিং।

আমি কি করে এ কাজ করতে পারি?
How can I do this!
হাউ ক্যান আই ডু দিস?

আমি এ (কাজ) করতে পারব না।
I cannot do this.
আই কানট ডু দিস।

এ হতে পারে না ।
It cannot be.
ইট ক্যানট বী

আমি মানি না ।
I do not agree.
আই ডু নট এগ্রী।

এ সত্যি নয়।
This is not true.
দিস ইজ নট ট্রু ।

আমি প্রত্যাখান করি ।
I refuse.
আই রিফিউজ ।

তুমি এর অনুমতি দিও না।
You should not allow this.
ইউ শুভ নট এ্যালাউ দিস।

অন্যের ভুল ধরো না।
Do not find faults with others.
ডু নট ফাইল্ড ফলস উইথ আদার ।

ধনগর্বে গর্বিত হয়ো না।
Do not be proud of your riches.
নট বী গ্রাউন্ড অফ ইয়োর রিচেস।

কাহাকেও প্রতারণা করিও না।
Don't cheat any body.
ডোনট চাট এনিবডি ।

লম্বা ঘাসের ওপর পা ফেলো না।
Do not trade on long grass.
ডু নট ট্রেড অন দি লং গ্লাস ।

learn english in bangla

জেদী হয়ো না।
Don't be obstinate.
ডোনট বী অবস্টিনেট।

দুঃখিত, এটা আমার সাধ্যতীত।
Sorry, I can't afford.
সরী, আই কানট এ্যাফোর্ড।

আমার কাছে খুচরো নেই।
Sorry, I don't have any change.
সরী, আই ডোন্ট হ্যাভ এনি চেঞ্জ ।

আমি গান গাইতে জানি না।
I don't know how to sing.
আই ডোনট নো হাও টু সিং।

রাগ করবেন না।
Don't be angry.
ডোন্ট বী এ্যাংগরি।

কারও সাথে কর্কশ ভাষায় কথা বলো না।
Do not use harsh words with anybody.
ডু নট ইউজ হার্শ ওয়ার্ডস উইথ এনিবডি ।

সম্মতি
CONSENT
কনসেন্ট

যা তোমার ইচ্ছা।
As you like.
এ্যাজ ইউ লাইক ।

একেবারে ঠিক।
This is quite right.
দিব ইজ কোয়াইট রাইট ।

আপনার কথাই ঠিক।
You are right.
ইউ আর রাইট ।

আমার কোন আপত্তি নেই।
I have no objection.
আই হ্যাভ নো অবজেকশন।

কিছু এসে যায় না।
It does not matter.
ইউ ডাজ নট ম্যাটার।

তাই হবে।
It will be so.
ইউ উইল বা সো ।

আমি রাজী।
I agree.
আই এ্যার্থী ।
 
আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত।
I entirely agree with you.
আই এনটায়াররি এ্যার্থী উইথ ইউ।

নিশ্চয়ই। সে হাই স্কুলে পাস করার সব আশাই ছেড়ে দিয়েছে।
Of course, he gave up all hopes of passing high school.
অফ কোস্, হি গিভ আপ অল হোপস্ অফ পেসিং হাই স্কুল।

learn english in best way

আমার হিসেব চুকিয়ে দাও।
Clear my account.
ক্লিয়ার মাই এ্যাকাউন্ট ।

বাজার থেকে দু'টাকার ময়দা নিয়ে এসো।
Go to the market and get two Taka worth of flour.
গো টু দি মার্কেট এ্যান্ড গেট টু টাকা ওয়ারার্থ অব ফ্লাওয়ার ।

আমার পাতলুন ঢিলা ।
My pants are loose.
মাই প্যান্টস আর লুজ।

আমার ঘড়ি পরিষ্কার করা ও তাতে তেল দেওয়া দরকার।
My watch needs cleaning and oiling.
মাই ওয়াচ নীডস ক্লীনিং এ্যান্ড অয়েলিং।

তোমার জুতায় কি পেরেক ফোটে?
Does your shoe pinch you.
ডাজ ইয়োর সু পিনচ ইউ?

Oxford Word Book Spoken English,

Bangla To English Dictionary,

ইংরেজি ভাষা শেখার সকল পোষ্ট ⇩

সহজে ইংরেজি ভাষা শিখুন ⇩ ,

ইংরেজি ভাষা শিক্ষা ১ ইংরেজি ভাষা শিক্ষা ২
ইংরেজি ভাষা শিক্ষা ৩ ইংরেজি ভাষা শিক্ষা ৪
ইংরেজি ভাষা শিক্ষা ৫ ইংরেজি ভাষা শিক্ষা ৬
ইংরেজি ভাষা শিক্ষা ৭ ইংরেজি ভাষা শিক্ষা ৮
ইংরেজি ভাষা শিক্ষা ৯ ইংরেজি ভাষা শিক্ষা ১০
ইংরেজি ভাষা শিক্ষা ১১ ইংরেজি ভাষা শিক্ষা ১২
ইংরেজি ভাষা শিক্ষা ১৩ ইংরেজি ভাষা শিক্ষা ১৪
ইংরেজি ভাষা শিক্ষা ১৫ ইংরেজি ভাষা শিক্ষা ১৬
ইংরেজি ভাষা শিক্ষা ১৭ ইংরেজি ভাষা শিক্ষা ১৮