Oxford bangla to english dictionary free search, দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষা ইংলিশ টু বাংলা ডিকশনারি

Oxford bangla to english dictionary free search, দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষা ইংলিশ টু বাংলা ডিকশনারি


ইংরেজি ভাষা শিক্ষা, ইংরেজি ভাষা শেখার সহজ উপায় Oxford Word Book & Spoken English এই বই এর সম্পূর্ণ পৃষ্ঠা পাবেন এবং আমরা আশাবাদী আপনি যদি এই বই সম্পূর্ণ পড়েন তাহলে আপনার ইংরেজি শেখার জন্য আর কোথাও যেতে হবে না আপনি পরিপূর্ণ ইংরেজি ভাষা শিখতে পারবেন এবং ইংরেজিতে আপনি যে কোন লোকের সাথে কথা বলতে পারবেন।
Oxford bangla to english dictionary free search, দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষা ইংলিশ টু বাংলা ডিকশনারি


ইংলিশ টু বাংলা ডিকশনারী, এই বইটির সম্পূর্ণ পাঠ আপনারা পাবেন এই পোস্ট এর নিচে আপনি যদি পরিপূর্ণ ইংরেজি ভাষা শিখতে চান তাহলে আমাদের সবগুলো পোস্ট আপনাকে পড়তে হবে Oxford Bangla To English Dictionary

এই বই এর মধ্যে আছে ১০,০০০ + ওয়ার্ড 

যদি আপনার কাছে ভালো লাগে আমাদের এই পোস্টগুলো তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না

oxford bangla to english dictionary free

সে নীল রঙের উর্দি পরেছিল।
He was in a blue uniform.
হী ওয়াজ ইন এ ব্লু ইউনিফর্ম।

এই কোটটা জলে ভেজে না।
It is water-proof coat.
ইট ইজ এ ওয়াটার প্রুফ কাট।

এই পরিধেয়গুলো আপনার জন্য।
These uniforms are for you.
দীজ ইউনিফর্মস আর ফর ইউ

পরিধান ব্যক্তিত্বের পরিচায়ক।
A man is judged by the clothes he wears.
এ ম্যান ইজ জাজড বাই দি ক্লোদজ হী ওয়ারস

এই বস্ত্রটি একটু আট হচ্ছে।
This dress is a little too tight for me.
দিস ড্রেস ইজ এ লিটল টু টাইট ফর মী।

কোটটা কোমরে ঢিলা।
This coat is loose at the waist.
দিস কোট ইজ লুজ এ্যাট দি ওয়েস্ট।

আপনার কাছে শার্টের কাপড় আছে?
Have you got shirting?
হ্যাভ উই গট শারটিং?

আজ্ঞে হ্যাঁ, ভাল স্যুটের কাপড়ও আছে।
Yes Sir, we have good suiting material.
ইয়েস স্যার, ইউ হ্যাভ গুড স্যুটিঙ্গ মেটারিয়াল ।

আমার সুটটা তোমার থেকে আলাদা।
My suit is different from yours.
মাই সুট ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োরস ।

ওর শার্ট আমারটার মত নয়।
His shirt is not similar to mine.
হিজ শার্ট ইজ নট সিমিলার টু মাইন।

আদর্শ কথোপকথনকারী হওয়ার উপায়
1. Be courteous.
 বি কটিয়াস ।
বিনয়ী হউন ।

2. Think before you speak.
থিংক বিফোর ইউ স্পীক
ভেবেচিন্তে কথা বলুন ।

3. Be flexible.
বী ফ্লেক্সিবল।
উদার নীতি পালন করুন ।

4. Be cheerful and good humoured.
বী কিয়ারফুল এন্ড গুড হিউমার্ড ।
প্রসন্ন ও হাস্য পরিহাসরত থাকিবেন।

5. Be interested in the other fellow
বী ইনটারস্টেড ইন দি আদার ফলো ।
অপর ব্যক্তির প্রতি আগ্রহ দেখাইবেন ।

Act upon these certain points and you will find that you know the secrets of good conversation. 
কয়েকটি কথাকে কাজে পরিণত করুন এবং তাহলেই দেখবেন যে উত্তম কথোপকথনের গূঢ় তাৎপর্য আপনার জানা হয়ে গেছে।
উত্তম কথোপকথনের অভ্যাস করার সময় আমাদের কথাবার্তা বলার কিছু ভুল-ত্রুটি সম্পর্কে সাবধান থাকতে হবে। এ বিষয়ে বিশেষজ্ঞদের এই নির্দেশগুলো স্মরণ রাখবেন ।

1. Don't be argumentative.
ডোন্ট বী আর্গুমেন্টেটিভ।
কুতর্ক করিবেন না ।

2. Don't be insincere.
ডোন্ট বী ইনসিনসিয়র ।
(কথা-বার্তায়) নিষ্ঠাহীন হবেন না ।

3. Don't be dogmatic.
ডোন্ট বী ডগমেটিক । 
মতান্ধ হবেন না ।

4. Don't be egoist.
ডোন্ট বী ইগোইস্ট । 
অহংকারী হবেন না ।

5. Don't be a mumbler.
ডোন্ট বী এ মামলার ৷
বিড় বিড় করে কথা বলবেন না ৷

oxford bangla to english dictionary

এইগুলো হ'ল কথাবার্তা বলার সময় যা সাধারণত : স্মরণ রাখা দরকার । কথা-বার্তা বলার সময় লোকেরা প্রায়ই যে সমস্ত ভুল-ত্রুটি করে থাকে এবার সেগুলোর সম্পর্কেও সজাগ থাকুন ।

1. Avoid too much slang. Use it only when it lends vigour to your talking.
এভেয়েড টু মাচ স্লেংগ । ইউজ ইট ওনলি হোয়েন ইট লেন্ডস ভিগর টু ইউর টকিং ।
অত্যধিক গ্রাম্য ভাষা ব্যবহার করবেন না । যখন এর ব্যবহারের ফলে কথা- বার্তা বলিষ্টাত আসে একমাত্র তখনই ব্যবহার করবেন।

2. Eliminate superfluous words from your speech.
এলিমিনেট সুপারফ্লুয়াস ওয়ার্ডস ফ্রম ইয়োর স্পীচ ।
আপনার কথাবার্তা থেকে প্রয়োজনীয় অতিরিক্ত শব্দের ব্যবহার পরিহার করুন।

3. Avoid exaggeration.
এভয়েড এক্সাজরেশন ।
রং চড়িয়ে কথাবার্তা বলার অভ্যাস পরিত্যাগ করুন।

4. Stop telling personal experiences awkwardly.
স্টপ টেলিং পার্সন্যাল এক্সপিরিয়েনসেস অকওয়ার্ডলী ।
অসংলগ্নভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলা বন্ধ করুন।

Concentrate on these points and you will find that your conversation is more effective and impressive.
কনসেনট্রেট অন দীজ পয়েন্টস এন্ড ইউ উইল ফাইন্ড দ্যাট ইয়োর কনভারশেসন ইজ মোর এফেকটিভ এন্ড ইমপ্রেসিভ।
কথা-বার্তার মধ্য দিয়ে অন্যের উপর আপনার ব্যক্তিত্বের প্রভাব যাতে ভালভাবে বিস্তার লাভ করে সেজন্য এ সম্পর্কে বিশেষজ্ঞদের অভিমত আপনার অবগতির জন্য এখানে দেয়া হচ্ছে ।

1. Be a good listener.
বী এ গুড লিসনর। 
ভাল শ্রোতা হউন

2. Be friendly but not familiar.
বী ফ্রেন্ডলী বাট নট ফ্যামিলিয়র।
মিত্রতাপূর্ণ ব্যবহার করুন। কিন্তু সম্পূর্ণ আবরণহীনভাবে নয় ।

3. Check up your voice and your facial expression.>
চেক আপ ইয়োর ভয়েস এন্ড ফ্যাসিয়ল এক্সপ্রেশন ।
আপনার গলার আওয়াজ এবং মুখভঙ্গি কিরূপ হয় তা পরীক্ষা করে দেখবেন।

4. Always any irregularities in your behaviour.
অলওয়েজ এনী ইরেগুলারিটিস ইন ইয়োর বিহেবিয়ার ।
আপনার ব্যবহারের কোনরূপ দোষ ত্রুটি থাকলে তা পরিহার করুন ।

5. Avoid try to improve your speaking skill.
এভোয়েড ট্রাই টু ইম্প্রুভ ইয়োর স্পীকিং স্কিল।
সর্বদা আপনার কথোপকথনের দক্ষতাকে উন্নত করার চেষ্টা করুন।

oxford Bangla to English

1. যখন কোন আঠার বৎসরের অধিক বয়স্কা কোন মহিলার সঙ্গে কোন পুরুষলোকের পরিচয় করাতে হয় তখন বলবেন
"Mr's Kapila, may I present Hassan Vatsya?
"মিসেস কফিলা, মে আই প্রেজেন্ট হাসান বৎস্য?

2. যদি পরিচয় করানোর কিছুটা কম আনুষ্ঠানিকতা পূর্ণ করতে হয় তাহলে
বলুন-

Mrs Kapila, Hasan Vatsya"
মিসেস কফিলা, হাসান বৎস্য।
Mother, this is Afroza Easmin.
"মাদার দিস ইজ আফরোজা ইয়াসমিন ।
অথবা (সংক্ষেপে)
"Mother, Menaka Vimal."
মাদার মেনকা বিমল ।

3.যদি অধিক বয়স্ক ব্যক্তির সঙ্গে আঠার বৎসরের কম বয়সী কোন ছেলের বা মেয়ের পরিচয় করাতে হয় তাহলে কম বয়সী ব্যক্তির নাম প্রথম বলতে হবে। যেমন—
This is Nusrat Zahan. Mr. and Mrs. Farida Zahan?
দিস ইজ নুসরত জাহান, মিঃ এন্ড মিসেস ফরিদা জাহান।
অথবা,
"This is M. Zaman, Mr and Mrs M. Raham
”দিস ইজ এম জামান মি. এন্ড মিসেস এম. রহমান ।

4.যখন কোন পরস্পর অপরিচিত বা কম পরিচিত ব্যক্তিদের মধ্যে আনুষ্ঠানিকতাহীন পরিচয় করাতে চান তখন এরূপ বলতে পারেন।
[a] Monoj Kumar, have you met Mrs. Raj Kumari ?
মনোজ কুমার, হ্যাভ ইউ মেট মিসেস রাজকুমারী?

[b] Rash Bihari, do you know Mrs. prem Lata Sharma?
রাসবিহারী, ডু ইউ নো মিসেস প্রেমলতা শর্মা?

[c] Minakshi, I would like you to meet Anil Kumar.
মীনাক্ষী, আই উড লাইক ইউ টু মিট অনিল কুমার ।
এভাবে কথোপকথনের অভ্যাস করুন!

মা ও ছেলে
MOTHER AND SON
মাদার এ্যান্ড সন

মা : তুমি আজ এত সকালে উঠলে কেন?
Mother : Why are you up so early today son?
হোয়াই আর ইউ আপ সো আরলি টুডে সান ।

ছেলে : মা, আজ আমার পরীক্ষা আরম্ভ।
Son : My examination starts today, Mummy.
মাই এক্সামিনেশন স্টার্টস টুডে মাম্মি ।

মা : তুমি কখন যাবে?
Mother : When do you have to go?
হোয়েন ডু ইউ হ্যাভ টু গো?

ছেলে : ন'টায়, তুমি আজ কি রান্না করিয়াছ?
Son : At nine, what have you cooked today?
এ্যাট নাইন, হোয়াট হ্যাভ ইউ কুড টুডে?

মা : আমি কিছুই রান্না করিনি। তুমি কি খাবে?
Mother: I have yet to cook anything. What will you have.
আই হ্যাভ ইয়েট টু কুক এনিথিং। হোয়াট উইল ইউ হ্যাভ ।

ছেলে : তুমি যাহা তাড়াতাড়ি তৈরি করতে পার ।
Son : Anything you can prepare quickly.
এনিথিং ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি ।

মা : পরটা খাবে কি?
Mother : Will Parathas do?
ইউল প্যারাথাস ডু?

ছেলে : সেটা খুব ভারী জিনিস?
Son : They are too heavy?
দে আর টু-উ হেভি?

মা : তাহলে কি খাবে?
Mother : Then what?
দেন হোয়াট?

ছেলে : আমার রুটি-তরকারী খেতে ইচ্ছে হচ্ছে। যেমন- আলু শাক ৷
Son: I think I'll have Chapati with some vegetable say, spinach with potatoes.
আই থিংক আই’ল হ্যাভি চাপাটি উইথ সাম ভেজিটেবল সে, স্পিনিজ উইথ পোটেটোজ ।

মা : আচ্ছা
Mother : Right
রাইট ।

ছেলে : কোন মিষ্টি জিনিসও কি পেতে পারি?
Son : Could I have some sweet dish too?
কুড আই হ্যাভ সাম সুইট ডিশ টু-উ?

মা : তুমি কি গাজরের হালুয়া খাবে?
Mother : Would you like carrot halwa?
উড ইউ লাইক ক্যারোট হালোয়া?

ছেলে : না, এটি তৈরি করতে অনেক দেরী হবে, আমার মনে হয় পায়েস আরও তাড়াতাড়ি হবে ।
Son : No, It will take too long to cook, I think Kheer would be quicker.
নো ইট উইল টেক টু-উ লং টু কুক । আই থিংক খীর উড বি কুইকার ।

মা : কিন্তু পায়েস রান্নার মত অত দুধ নাই ।
Mother : But there isn't enough milk for Kheer.
বাট দেয়ার ইজ নট এনাফ মিল্ক ফর খীর।

ছেলে : ঠিক আছে, তবে আমি দৈ-চিনি দিয়ে খাব ।
Son : O. K. I'll just have curd with sugar.
ও. কে. আই উইল জাস্ট হ্যাভ কার্ড উইথ সুগার ।

মা : দেখ! দেরী হয়ে যাচ্ছে, আগে গোসল কর ।
Mother : Will It's getting late, take your bath first.
উইল ইট'স গেটিং লেট টেক ইওর বাথ ফাস্ট ।

ছেলে : কিন্তু প্রথমে আমার জুতো পরিষ্কার করতে হবে।
Son : But first I have to shine my shoes.
বাট ফার্স্ট আই হ্যাভ টু সাইন মাই সুজ ।

মা : তুমি গতকাল ঐটা করোনি?
Mother : Didn't you do that yesterday?
ডিডন'ট ইউ ডু দ্যাট ইয়েসটার ডে?

bangla to english dictionary free book

ছেলে : আমি করেছিলাম, কিন্তু আজ আমায় বিশ্ববিদ্যালয়ে কতকগুলো বন্ধুর সংগে দেখা করতে হবে।
Son : I did but today I'll meet so many friends in the University.
আই ডিড বাট টুডে আই'ল মিট সো মেনি ফ্রেন্ডস ইন দি ইউনিভারসিটি ।

মা : ঠিক আছে। তাড়াতাড়ি কর । আমি রান্না ঘরে যাচ্ছি।
Mother : All right, hurry up. I'm going to the kitchen.
অল রাইট, হারি আপ। আই'ম গোয়িং টু দি কিচেন।

ছেলে : মা, আমার স্নান হয়ে গেছে । খাবার কি তৈরি?
Son : I've had my bath, mother, Is food ready?
আই’ভ হ্যাড মাই বাথ, মাদার। ইজ ফুড রেডি?

মা : আমি ইতিমধ্যেই বেড়ে দিয়েছি।
Mother : I've already served it.
আই’ভ অলরেডি সার্ভড ইট ।

ছেলে : আসি মা, আশীর্বাদ কর ।
Son : Bye, bye, mother! Give me your blessings.
বাই, বাই মাদার! গিভ মি ইওর ব্লেজিংস।

মা : আমি তোমায় সর্বদা আশীর্বাদ করি, আমি জানি, তুমি পাস করবে।
Mother : My blessings are always with you, son. I'm sure you will pass.
মাই ব্লেজিংস আর অলওয়েজ উইথ ইউ, সন । আই'ম সিওর ইউ উইল পাস ।

2. একটি মেয়ের সঙ্গে কথা বলিতেছেন
TALKING TO A GIRL
টকিং টু এ গার্ল

Q. What is your name?
হোয়াট ইজ ইওর নেম?
প্র : তোমার নাম কি?

উ : আমার নাম সাবিনা সুলতানা ।
A. My name is Sabina Sultana.
মাই নেম ইজ সাবিনা সুলতানা।

প্রঃ তোমার বয়স কত?
Q. How old are you?
হাউ ওল্ড আর ইউ?

উ : আমার বয়স ১৪ ।
A . I am fourteen years old.
আই এ্যাম ফরটিন ইয়ারস ওল্ড।

প্র : তুমি কোন শ্রেণীতে পড়?
Q. In which class do you study?
ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি?

উঃ আমি নবম শ্রেণীতে পড়ি ।
A . I study in Ninth Class.
আই স্টাডি ইন নাইনথ ক্লাশ ।

প্রঃ তুমি বিজ্ঞান বা শিল্পকলার ছাত্রী?
Are you a science or an arts student?
আর ইউ এ সায়েন্স অর অ্যান আরটস স্টুডেন্ট?

উঃ আমি শিল্পকলার ছাত্রী
A . I am an arts student.
আই এ্যাম এন আরটস স্টুডেন্ট।

প্রঃ তোমরা ক'ভাই?
Q . How many brothers have you?
হাউ মেনী ব্রাদারস হ্যাভ ইউ?

উ : আমরা তিন ভাই । তারা সকলে আমার চেয়ে বড়।
A . I have three brothers. They are all older than I.
আই হ্যাভ থ্রি ব্রাদারস। দে আর অল ওল্ডার দ্যান আই ।

প্রঃ তোমরা ক' বোন?
Q. How many sisters are you?
হাউ মেনী সিসটারস আর ইউ?

উ : আমরা দুই বোন ।
A . We are two sisters.
উই আর টু সিসটারস।

প্র : তুমি বিকালটা কিভাবে কাটাও?
Q. How do you pass your evening?
হাউ ডু ইউ পাস ইওর ইভিনিং?

উ : আমি বিকালে আমার বান্ধবীর সঙ্গে খেলার মাঠে খেলতে যাই ।
A. I go to the playground to play with my friends.
আই গো টু দি প্লেগ্রাউন্ড টু প্লে উইথ মাই ফ্রেন্ডস।

প্র : তোমার কি অনেক বান্ধবী আছে?
Q. Do you have many friends?
ডু ইউ হ্যাভ মেনী ফ্রেডস?

উঃ হ্যাঁ, আছে।
A. Yes, I do.
ইয়েস, আই ডু ।

প্র : তোমার প্রিয় বান্ধবী কে?
Q. Who is your fast friend?
হু ইজ ইওর ফাস্ট ফ্রেন্ড?

উ : নাজমা আমার প্রিয় বান্ধবী ।
A. Nazma is my fast friend.
নাজমা ইজ মাই ফাস্ট ফ্রেন্ড।

1. I'm = I + am
2. Playground = play + ground.

প্র : তোমার বাবা কি করেন?
Q. What is your father?
হোয়াট ইজ ইওর ফাদার?

উ : তিনি ব্যক্তিগত প্রতিষ্ঠানে কাজ করেন ।
A . He works in a private concern.
হি ওয়ার্কস ইন এ প্রাইভেট কনসার্ন ।

প্র : তোমার মা কি করেন?
Q. What is your mother?
হোয়াট ইজ ইওর মাদার?

উঃ তিনি ঘরের কাজ দেখাশুনা করেন ।
A . She is a housewife

প্র : তুমি কি তোমার মায়ের সঙ্গে ঘরের কাজে সাহায্য কর?
Q. Do you help your mother in household work?
ডু ইউ হেলপ ইওর মাদার ইন হাউসহোল্ড ওয়ার্ক?

উ : আমার মা আমায় সব শিখিয়েছেন আমি তাই করি
A . I do. My mother has taught me everything.<br><br>
আই ডু, মাই মাদার হ্যাজ থট মি এভরিথিং।

প্র : তুমি কি রান্না করতে পার?
Q. Can you cook?
ক্যান ইউ কুক?

bangla to english dictionary free

উ : যখন আমার মা অসুস্থ থাকেন, তখন সব রান্না আমি করি ।
A. Certainly, I cook a whole meal when mother is not well.
সারটেনলি, আই কুক এ হোল মিল হোয়েন মাদার ইজ নট ওয়েল।

প্র : সেই হল ভাল মেয়ে।
Q. That is a good girl!
দ্যাট ইজ এ গুড গার্ল ।

একটি বালকের সহিত কথোপকথন
CONVERSATION WITH A BOY
কনভার্সের্সন উইথ এ বয়

অতিথি : বৎস, তোমার নাম কি?
Guest : What is your name, my boy?
হোয়াট ইজ ইয়োর নেম, মাই বয়?

বালক : নজরুল ।
Boy : Nazrul.
নজরুল ।

অতিথি : নজরুল, তুমি কি কর?
Guest: What do you do, Nazrul?
হোয়াট ডু ইউ ডু, নজরুল?

নজরুল : কাকা আমি স্কুলে যাই
Nazrul : I go to school, uncle.
আই গো টু স্কুল, আঙ্কল ।

অতিথি : তুমি কোন স্কুলে যাও?
Guest : To which school do you go.
টু হুইচ স্কুল ডু ইউ গো?

নজরুল : ঢাকা পাবলিক স্কুল ।
Nazrul : Dhaka Public School.
ঢাকা পাবলিক স্কুল ।

অতিথি : তুমি কোন শ্রেণীতে পড়?
Guest : In which class do you study?
ইন হুইচ ক্লাশ ডু ইউ স্টাডি?

নজরুল : সপ্তম শ্রেণী ।
Nazrul : Seventh.
সেভেনথ ।

অতিথি : তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে?
Guest: How far is your school from home?
হাউ ফার ইজ ইওর স্কুল ফ্রম হোম?

নজরুল : আন্দাজ দু' মাইল ।
Nazrul : About two miles.
এ্যাবাউ টু মাইলস ।

অতিথি : তারপর তুমি । বাসে যাও?
Guest : Then you must be going by bus?
দেন ইউ মাস্ট বি গোইং বাই বাস?

নজরুল : হ্যাঁ কাকা, আমি স্কুল বাসে যাই ।
Nazrul : Yes, uncle, I go by school bus.
ইয়েস, আঙ্কল, আই গো বাই স্কুল বাস ।

অতিথি : তোমার স্কুল কখন বসে?
Guest : When does your school open?
হোয়েন ডাজ ইয়োর স্কুল ওপেন?

নজরুল : সকাল ১০ টায় ।
Nazrul : At ten in the morning.
এ্যাট টেন ইন দি মরণিং।

অতিথি : তোমার স্কুলে ছাত্র কত?
Guest: How many students are there in your school?
হাউ মেনী স্টুডেন্টস আর দেয়ার ইন ইওর স্কুল?

নজরুল : অনুমান ন’শ ।
Nazrul : About nine hundred.
এ্যাবাউট নাইন হানড্রেড ।

অতিথি : এবং তোমার শ্রেণীতে?
Guest : And in your class?
এ্যান্ড ইন ইয়োর ক্লাশ?

1. Motherland
: mother + land. এমনি দুটো শব্দ দিয়ে তৈরী বাক্যগুলিকে compound words বলা হয়। এই বাক্যগুলিকে চেনবার এবং প্রয়োগ করার অভ্যাস করুন।

2. Don't = do + not.

নজরুল : ত্রিশজন ।
Nazrul : Thirty.
থারটি।

অতিথি : তোমার কোন বিষয় বেশি ভাল লাগে ।
Guest : Which subject do you like the most?
হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দি মোস্ট?

নজরুল : আমার সব থেকে ইতিহাস ভাল লাগে ।
Nazrul : I like history best.
আই লাইক হিসট্রি বেস্ট।

online english to bangla dictionary

অতিথি : এবং তোমার কোন খেলা সবচেয়ে প্রিয়?
Guest : And what is your favourite game?
এ্যান্ড হোয়াট ইজ ইয়োর ফেভারিট গেম?

নজরুল : চাচা, হকি ।
Nazrul : Hocky, uncle.
হকি, আঙ্কল ।

অতিথি : তোমার কিসের শখ আছে?
Guest : Do you have a hobby?
ডু ইউ হ্যাভ এ হবি?

নজরুল : হ্যাঁ, আমি ডাক টিকিট সংগ্রহ করি ।
Nazrul : Yes, I collect stamp.
ইয়েস, আই কালেক্ট স্ট্যাম্প ।

অতিথি : নজরুল, খুব ভাল ছেলে ।
Guest : Good boy, Nazrul.
গুড বয়, নজরুল ।

নজরুল : আমি অনেক বিদেশী ডাক টিকিট সংগ্রহ করিয়াছি, আপনি কি দেখবেন?
Nazrul : I have a large collection of foreign stamps. Would you like to see it?
আই হ্যাভ এ লার্জ কালেকসন অফ ফরেন স্ট্যাম্প, ইড ইউ লাইক টু সি ইট?

অতিথি : আমি এটা দেখতে ভালবাসি ।
Guest : I'd love to see it.
আই’ড লাভ টু সি ইট ।

Oxford Word Book Spoken English,

Bangla To English Dictionary,

ইংরেজি ভাষা শেখার সকল পোষ্ট ⇩

সহজে ইংরেজি ভাষা শিখুন ⇩ ,

ইংরেজি ভাষা শিক্ষা ১ ইংরেজি ভাষা শিক্ষা ২
ইংরেজি ভাষা শিক্ষা ৩ ইংরেজি ভাষা শিক্ষা ৪
ইংরেজি ভাষা শিক্ষা ৫ ইংরেজি ভাষা শিক্ষা ৬
ইংরেজি ভাষা শিক্ষা ৭ ইংরেজি ভাষা শিক্ষা ৮
ইংরেজি ভাষা শিক্ষা ৯ ইংরেজি ভাষা শিক্ষা ১০
ইংরেজি ভাষা শিক্ষা ১১ ইংরেজি ভাষা শিক্ষা ১২
ইংরেজি ভাষা শিক্ষা ১৩ ইংরেজি ভাষা শিক্ষা ১৪
ইংরেজি ভাষা শিক্ষা ১৫ ইংরেজি ভাষা শিক্ষা ১৬
ইংরেজি ভাষা শিক্ষা ১৭ ইংরেজি ভাষা শিক্ষা ১৮